Published On: Mon, Aug 19th, 2019

আগৈলঝাড়ায় আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

Share This
Tags

আগৈলঝাড়ায় আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল
আগৈলঝাড়ায় উপজেলা আওয়ামী লীগের মাসব্যাপি জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে ২নং বাকাল ইউনিয়ন আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনাসভা, দোয়া মিলাদ ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয়ে হল রুমে বাকাল ইউনিয়ন আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মৃণাল কান্তি জয়ধরের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, সহ-সভাপতি অপূর্ব লাল হালদার, সাংগঠনিক সম্পাদক ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, আ’লীগ নেতা সহিদুল ইসলাম পাইক, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, সাবেক যুবলীগ নেতা ফিরোজ শিকদার, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইক। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বাদ জোহর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কৃষক কূলের নয়নমনি শহীদ আব্দুর রব সেরনিয়াবাতসহ ১৫আগষ্ট সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অুষ্ঠিত হয়েছে। দোয়া ও মিলাদ শেষে কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়।

About the Author

-

%d bloggers like this: