Published On: Sun, Aug 18th, 2019

স্বরূপকাঠি থেকে ঢাকাগামী লঞ্চগুলোতে কর্মস্থলমুখী মানুষের ঢল

Share This
Tags

স্বরূপকাঠি থেকে ঢাকাগামী লঞ্চগুলোতে কর্মস্থলমুখী মানুষের ঢল

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
প্রিয়জনের সাথে ঈদের আনন্দ শেষে কর্মস্থলে ছুটছেন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মজীবি মানুষজন। কিন্তু সেখানেও ভোগান্তি, লঞ্চের ডেকে বসারও নেই একটু জায়গা। লঞ্চের কেবিনের টিকেট যেন সোনার হরিন। শুধু লঞ্চেই নয় বাসের টিকেটও মিলছে না। তবুও মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ছুটছেন পরিবার পরিজনসহ কর্মস্থলের দিকে। লঞ্চে বা বাসে সিট না পাওয়ায় ফিরতি মানুষদের পোহাতে হয় সীমাহীন দুর্ভোগ। উপজেলার দক্ষিন কৌরিখাড়া ও ছারছিনা লঞ্চঘাটে কর্মস্থলে ফেরা মানুষের ছিল উপচেপড়া ভীড়। স্বরূপকাঠি থেকে ঐদিন বিকেলে রাজদুত ৭, মর্নিংসান-৫, ফারহান-৯, ও যুবরাজ- ৭ নামের চারটি দ্বিতল লঞ্চ ধারণ ক্ষমতার অধিক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। লঞ্চগুলোতে ছিল না কোন তিল ধারনের ঠাঁই। লঞ্চে সিট না পেয়ে বিকল্প পথে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে অনেক যাত্রীকে বরিশাল যেতে দেখা গেছে আবার কেউবা বাড়ি ফিরে যেতে বাধ্য হয়। যাত্রীদের অভিযোগ বাড়তি চাপের কারনে লঞ্চ ও বাস কর্র্র্র্র্তৃপক্ষ অতিরিক্ত ভাড়া আদায় করছে ।

About the Author

-

%d bloggers like this: