আগৈলঝাড়া প্রেসক্লাব সাংবাদিকদের সাথে হাসপাতাল প্রধানের মতবিনিময়

0
(0)

আগৈলঝাড়া প্রেসক্লাব সাংবাদিকদের সাথে হাসপাতাল প্রধানের মতবিনিময়
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল
আগৈলঝাড়া প্রেসক্লাব সাংবাদিকদের সাথে হাসপাতাল পরিচালনায় বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা করেছেন উপজেলা ৫০শয্যা হাসপাতালে সদ্য যোগদানকারী প্রধান (ইউএইচএএফপিও) ডা. আব্দুল মুনয়েম সাদ।
রবিবার সকালে হাসপাতাল প্রধান ডা. আব্দুল মুনয়েম সাদ এর অফিস কক্ষে মত বিনিময় সভায় হাসপাতাল পরিচালনা ও চিকিৎসা সেবায় বিশেষজ্ঞ চিকিৎসক সংকট, চতুর্থ শ্রেণির জনবল সংকট, আবাসন ব্যবস্থাপনা ভাল না থাকার কারণে যোগদানের পর চিকিৎসকদের অন্যত্র চলে যাওয়াসহ অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে সমস্যার কথা তুলে ধরেন ডা. আব্দুল মুনয়েম সাদ। এসময় তিনি জনগনের নিবির স্বাস্থ্য সেবা প্রদানের জন্য সাংবাদিকদের সাহায্য ও সহযোগীতা কামনা করেন। গত ৮আগষ্ট ডা. আব্দুল মুনয়েম সাদ হাসপাতালে যোগদান করেন।
জনগনের সেবা প্রদানে অফিসিয়াল সমস্যা নিয়ে হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি জাতির পিতার ভাগ্নে, মন্ত্রী পদমর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ -এমপি’র সাথে দেখা করে তাকে সমস্যা অবহিত করলে জনগুরুত্বপূর্ন বিষয়ে সমস্যার সমাধান করা সম্ভব বলে পরামর্শ প্রদান করেন সাংবাদিক নেতারা।
এসময় জনগনের দোড়গোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দিতে প্রশাসনিক কর্মকর্তাকে সার্বিক সাহায্য সহযোগীতার আশ্বাস প্রদান করেন সাংবাদিকরা।
মত বিনিময় সভায় প্রেসক্লাব সভাপতি কেএম. আজাদ রহমান, সাধারণ সম্পাদক তপন বসু, সিনিয়র সাংবাদিক হারুন রানা, মাহাবুবুল ইসলামসহ প্রবীর বিশ্বাস ননী, শামিমুল ইসলাম শামিম, জাহিদুল ইসলাম, মরিুজ্জামান, এফএম নাজমুল, মৃদুল দাস, পলাশ দত্ত, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. বখতিয়ার আল মামুন, স্যানিটারী ইন্সপেক্টর শুকলাল সিকদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত উপস্থিত ছিলেন।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.