Published On: Sat, Aug 17th, 2019

গৌরনদীতে সড়ক দুঘর্টনায় আহত ইউপি সদস্য মান্নানের পাশে পৌরমেয়র হারিছুর রহমান

Share This
Tags

গৌরনদীতে সড়ক দুঘর্টনায় আহত ইউপি সদস্য
মান্নানের পাশে পৌরমেয়র হারিছুর রহমান
শেখ শাদী,সিনিয়র রপোর্টার গৌরনদী।
বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের ইউপি সদস্য আবদুল মান্নান সড়ক দুর্ঘটনায় গুরতর আহত হয়।
তার আহত হওয়ার খবর শুনে দ্রুত গৌরনদী পৌরসভার বারবার নির্বাচিত জনপ্রিয় মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হারিছুর রহমান তার বাসভবনে ছুটে যান এবং তার শারীরীক অবস্থার খোজ খবর নেন এবং তার পাশে বেশ কিছু সময় কাটান। মেয়রের সাথে এসময় ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রয়ী কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন আহম্মেদ। পৌর আওয়ামীলীগ নেতা শেখ শাদী।গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়ের ইসলাম ছান্টু ভ’ইয়াসহ স্থানীয় নেতৃবৃন্ধ। উপস্থিত স্থানীয় এলাকাবাসী অনেকেই মন্তব্য করেন আসলে হারিছ ভাই একজন কর্মী বান্দব নেতা।

About the Author

-

%d bloggers like this: