Published On: Thu, Aug 15th, 2019

স্বরূপকাঠিতে জাতীয় শোক দিবস পলিত

Share This
Tags

 


স্বরূপকাঠিতে জাতীয় শোক দিবস পলিত

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
যথাযোগ্য মর্যাদায় নানান অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুরের স্বরূপকাঠিতে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে এক শোক র‌্যালি বের করা হয়। এতে সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক শিক্ষার্থী, আ.লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মিরা সহ নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। শোক র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি অধ্যক্ষ মো. শাহ আলম। উপজেলা নির্বাহী অফিসার সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, পৌর মেয়র গোলাম কবির, সহকারি কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা আ. লীগ সভাপতি আব্দুল হামিদ, সম্পাদক এস এম ফুয়াদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জাহিদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রনী দত্ত, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, সমাজ সেবা কর্মকর্তা ইব্রাহিম খলিল প্রমুখ। সভা শেষে ১৪ জন যুবকদের মধ্যে যুবঋন ও শোক দিবসের বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

About the Author

-

%d bloggers like this: