আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় ৪৪তম জাতীয় শোক দিবস পালিত

0
(0)

আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় ৪৪তম জাতীয় শোক দিবস পালিত
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিস্তারিত কর্মসূচী পালনের মধ্য দিয়ে ১৫ আগষ্ট ৪৪তম জাতীয় শোক দিবস গতকাল বৃহস্পতিবার পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে দলীয় কর্যালয়ে জাতীয়, দলীয় ও শোক পতাকা অর্ধনমিত উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম সূচনা করেন। পরে ১৫ আগস্ট সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় নীরবতা পালন, জাতির পিতা ও সাবেক মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন, কালো ব্যাজ ধারণ, শোক র‌্যালী, আলোচনাসভা, বিশেষ দোয়া মোনাজাত ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়েছে।
চেম্বার অব কমার্সের পরিচালক, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা জাতির পিতার নাতি সেরনিয়াবাত মঈন আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী সদস্য জাতির পিতার ছোট নাতি সেরনিয়াবাত আশিক আবদুল্লাহর নেতৃত্বে শোক দিবসের র‌্যালীতে অংশ গ্রহন করেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সহ¯্রাধিক নেতা কর্মীরা।
র‌্যালী শেষে সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ হল রুমে উপজেলা আ’লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটনসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ।
আলোচনাসভা শেষে জাতির পিতাসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত শেষে শহীদ আ. রব সেরনিয়াবাত সরকারী ডিগ্রী কলেজ প্রাঙ্গনে কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়।
অন্যদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে একই দিন সকালে শোক র‌্যালী, বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে যথাযথভাবে দিবসটি পালন করা হয়েছে। শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, সরকারী কর্মকর্তাগন, মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্টান শেষে বিভিন্ন প্রতিযোগী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, মুক্তিযোদ্ধা সস্তান কমান্ডের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.