Published On: Thu, Aug 15th, 2019

দিনভর নানা কর্মসূচি পালনের মধ্যদিয়ে গৌরনদীতে জাতীয় শোক দিবস পালিত

Share This
Tags

দিনভর নানা কর্মসূচি পালনের মধ্যদিয়ে গৌরনদীতে জাতীয় শোক দিবস পালিত
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
শোক র‌্যালিসহ দিনভর নানা কর্মসূচি পালনের মধ্যদিয়ে গতকাল বৃহস্পতিবার বরিশালের গৌরনদীতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারী বে-সরকারী প্রতিষ্ঠান, স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল সকাল সাড়ে ১০টায় গৌরনদী উপজেলা পরিষদ ও বেলা ১১টায় উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথক দুটি শোক র‌্যালি বের করা হয়। উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বের হওয়া ওই র‌্যালি দুটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। গৌরনদী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শোকসভায় বক্তব্য রাখেন, গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গৌরনদী পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, বাদ যোহর গৌরনদীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ১৫ আগষ্টের সকল শহীদদের স্মরনে মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠি হয়। শেষে মানব ভোজের আয়োজন করা হয়।

About the Author

-

%d bloggers like this: