সহিদ আবদুর রব সেরনিয়াবাদ এর মাতা মরহুমা হুরেনেচ্ছা বেগমের আত্মার মাগফেরাত কামনা
সহিদ আবদুর রব সেরনিয়াবাদ এর মাতা মরহুমা
হুরেনেচ্ছা বেগমের আত্মার মাগফেরাত কামনা
মো: আহছান ইল্লাহঃ বাংলাদেশের খ্যাতিমান রাজনীতিবিদ আইনজীবি সাংবাদিক এবং প্রাক্তন ভূমি প্রশাসন, ভূমি সংস্কার ও ভূমি রাজস্ব ও বন্যানিয়ন্ত্রণ, পানিসম্পদ ও বিদ্যুৎ মন্ত্রী সহিদ আবদুর রব সেরনিয়াবাদ এর মাতা । ও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপির দাদী মরহুমা হুরেনেচ্ছা বেগমের আত্মার মাগফেরাত কামনা করে সেরালস্ত বাস ভবনে কোরানখানী দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের প্রভাবশালী সদস্য সেরনিয়াবাদ আশিক আবদুল্লাহ,গৌরনদী পৌরসভার মেয়র হারিছুর রহমান,আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রইছ সেরনিয়াবাদ সহ এলাকাবাসী ,সুশিল সমাজের লোক, বিশিস্ট আলেম ওলামা বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতা কর্মীরা দোয়া অনুষ্ঠানে অংশগ্রহন করে মরহুমার রুহের মগিফেরাত কামরা করেন।