স্বরূপকাঠিতে কোরবানির চামড়া বিক্রি পানির দামে

0
(0)

স্বরূপকাঠিতে কোরবানির চামড়া বিক্রি পানির দামে
হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠিতে এক লিটার পানির চাইতেও কম দামে বিক্রি হয়েছে কোরবানির পশুর চামড়া। তাও আবার এসব চামড়া ক্রয় করেছে মৌসুমী ব্যবসায়ীরা। জানাগেছে দাম কম হওয়ায় অনেকে কোরবানির পশুর চামড়া মাদ্রাসা ও এতিমখানায় দিয়েছে। সরকার ঢাকার বাহিরে গরুর চামড়া প্রতি বর্গফুট ৩৫/৪০ টাকা নির্ধারণ করেছে। সে হিসেবে মাঝারী সাইজের একটি গরুর চামড়ার মুল্য ৬/৭’শ টাকা হয়। অথচ প্রতিটি মাঝারী সাইজের চামড়া ১০০ থেকে ১৫০ এবং বড় সাইজের চামড়া ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। পৌর এলাকার আলীম নামের এক বিক্রেতা জানান, ৩টি ছোট সাইজের চামড়া তিনি মাত্র ১৫০ টাকায় বিক্রি করেছেন। যা দিয়ে চামড়া বিক্রয়ের জন্য আনার রিক্সা ভাড়াই হবেনা। পৌরসভার জগৎপট্টি এলাকার মো. আলী আজিম বাচ্চু ও মো. কামাল হোসেন ক্ষোভের সাথে জানান, এবছর চামড়ার যা দাম তাতে মনে হচ্ছে বিক্রি না করে মাটিতে পুতে রাখাই ভাল। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে সমালোচনা ও প্রতিবাদ। অনেকে লিখছেন হযবরল, চামড়ার মুল্য প্রতি স্কয়ার ফুট ৩৫/৪৫ টাকা নির্ধারণ এবং উহা ঘটা করে মিডিয়ায় প্রচার। ঘোষনাকারিরা কোথায় ?

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.