স্টার্কের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত একটি প্রসংশনীয় উদ্যোগ

0
(0)

কাঁধে কাঁধ, বন্ধুতে বিশ্বমাত” এই স্লোগানকে সামনে রেখেই এগিয়ে যেতে চাই সদা। কারো অসুস্থতায় যদি তোমার মন না কাঁদে। তবে তোমার অসুস্থতায় কেউ কাঁদবেনা। মনের সেই কান্না নিয়েই এসএসসি ০৬ এইচএসসি ০৮ ফাউন্ডেশন স্টার্কের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সাভার প্রতিনিধি//কাঁধে কাঁধ, বন্ধুতে বিশ্বমাত” এই স্লোগানকে সামনে রেখেই এগিয়ে যেতে চাই সদা। কারো অসুস্থতায় যদি তোমার মন না কাঁদে। তবে তোমার অসুস্থতায় কেউ কাঁদবেনা। মনের সেই কান্না নিয়েই এসএসসি ০৬ এইচএসসি ০৮ ফাউন্ডেশন স্টার্কের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০ থেকে বিকেল ৫ পর্যন্ত ঢাকার ধামরাই থানার চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম খান মেডিকেল সেন্টারের ৭টি ভূতে প্রায় ১৫’শ থেকে ২ হাজার মানুষকে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষদ বিতরণ করা হয়।ফ্রি মেডিক্যাল ক্যাম্প-২০১৯ এর উদ্বোধন করেন ধামরাই উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ।এ সময় আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টার্ক হেল্থ মেডিকেল ক্যাম্প ২০১৯ অংশ গ্রহনকারী চিকিৎসক প্যানেলে উপস্থিত ছিলেন ডা. মন্জুর এ খোদা, মেডিসিন, থাইরোকেয়ার বাংলাদেশ, ঢাকা। ডা. তাবাসসুম লায়লা সিদ্দিকা, দন্ত, ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল। ডা. মো আসিফ মাহমুদ, ডার্মাটোলজি, বিএসএমএমইউ। ডা. তানজিদা তানহা, শিশু, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, গাজীপুর। ডা: সৈয়দ মারুফ উল ইসলাম, অর্থোপেডিক্স/ডায়াবেটোলজি, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, গাজীপুর। ডা. দশরথ সূত্রধর, মেডিসিন, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, গাজীপুর। ডা. তানভীর রহমান শুভ, মেডিসিন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা। ডা. নুসরাত জাহান, গাইনী, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা। ডা. আরিফুর রহমান রাইম, মেডিসিন, ইব্রাহিম মেডিকেল কলেজ। ডা. সৈয়দ মেহরাব কবির, মেডিসিন, ইব্রাহিম মেডিকেল কলেজ উপস্থিত ছিলেন।

সাপোর্টিং স্টাফ হিসেবে উপস্থিত ছিলেন মো নাসির শিকদার, মেডিকেল টেকনোলজিস্ট, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, গাজীপুর। মো. আরিফ হোসেন, অফিস সহকারী, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ,গাজীপুর। সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে এসএসসি ০৬ এইচএসসি ০৮ ফাউন্ডেশন স্টার্কের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডাঃ মঞ্জুরুল হোদার ম্যাক, হাফিজুর স্বপন, ফয়সাল, হাসিবুল পিয়াল, রাজিব দেবনাথ, মনির আহমেদ সরকার, সাব্বির-এ,টি,এন নিউজ রিপোর্টার, এস এম তন্ময়, আদনান খানসহ ৪৫ জনের সদস্য উপস্থিত ছিলেন ।

(সহযোগিতায় ছিলেন-গ্রীন বাংলা ফাউন্ডেশন, আনোয়ারা হালিম ফাউন্ডেশন এবং একমি ফার্মাসিটিকেল)

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.