Published On: Thu, Aug 1st, 2019

আগৈলঝাড়ায় প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু সচেতনতায় বিশেষ প্রচারিভাযান

Share This
Tags

আগৈলঝাড়ায় প্রশাসনের উদ্যোগে
ডেঙ্গু সচেতনতায় বিশেষ প্রচারিভাযান
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল
আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একযোগে বিভিন্ন আবাসিক শিশু শিক্ষা প্রতিষ্ঠানে বৃহস্পতিবার সকালে ডেঙ্গু সচেতনতায় বিশেষ প্রচারিভাযান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সকালে কালুড়পাড় বৈথনিয়া শিশু পল্লীতে প্রধান অতিথি হিসেবে প্রচারিভানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস। ডেঙ্গু বিষয়ক সচেতনতামুলক প্রচারিভাযানে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, ওই শিশু পল্লীর পরিচালক আমীর হোসেন।
একই দিন চার্চ অব বাংলাদেশ পরিচালিত ঐচারমাঠ বালক ও বালিকা শিশু পল্লী ও জোবারপাড় চার্জ-এ সরকারী কর্মকর্তাদের উপস্থিতিতে ডেঙ্গু বিষয়ক প্রচারিভাযান অনুষ্ঠিত হয়েছে।
ডেঙ্গু বিষয়ক যে কোন পরামর্শ ও সেবা গ্রহনের জন্য উপজেলা হাসপাতালের খোলা হেল্প ডেক্স ০১৭৩০৩২৪৪০৮ নম্বরে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে কথা বলার আহ্বান জানানো হয়।

About the Author

-

%d bloggers like this: