Published On: Thu, Aug 1st, 2019

বরিশালে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে মাঠে নেমেছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান

Share This
Tags


বরিশালে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে মাঠে নেমেছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল
“নিজ নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি, মশক নিধনে কাজ করি” শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল ১০টায় ঝাড়– হাতে নিয়ে মশক নিধনে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের মাঠে নেমেছেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
বরিশাল জিলা স্কুলের আয়োজনে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান প্রথমদিনে জিলা স্কুল ভবনের আশেপাশে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, জিলা স্কুলের প্রধানশিক্ষক বিশ্বনাথ সাহাসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক দেশের চলমান ডেঙ্গু রোগ থেকে বাঁচতে মশা নিধন ও মশার বংশ বিস্তাররোধে বাড়ির চারিপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য সকলের প্রতি আহবান করেন। এর আগে বুধবার জেলা প্রশাসক তার নিজ কার্যালয়ের আশেপাশে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন।

About the Author

-

%d bloggers like this: