বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আগৈলঝাড়ায় র্যালী ও সভা
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে
আগৈলঝাড়ায় র্যালী ও সভা
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হাসপাতালের আয়োজনে বৃহস্পতিবার সকালে র্যালীটি হাসপাতাল চত্বর থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় হাসপাতাল চত্তরে গিয়ে শেষ হয়। পরে হাসপাতাল সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুনের সভাপতিত্বে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের তাৎপর্যতুলে বক্তব্য রাখেন ইপিআই কর্মকর্তা মো. মিজানুর রহমান, অফিস সহকারী প্রেমানন্দ ঘরামী, স্বাস্থ্য পরিদর্শক মো. জামাল হোসেন, হেডক্লার্ক মিজানুর রহমান, সাংবাদিক প্রবীর বিশ্বাস ননী।