বিশ্ব বিবেক পদদলিত ইসরায়েলী সেনার হাতে তিন বছরের ফিলিস্তিনি শিশু বন্ধি !

0
(0)

সবুজবাংলা ডেস্ক। ইসরাইলি সেনাদের গাড়ি লক্ষ্য করে পাথর নিক্ষেপ করার অভিযোগে ৩ বছরের শিশু মুহাম্মাদ রবি ইলইয়ানকে বন্দি করেছে দখলদার ইসরাইলি সেনারা। ইসরাইলি সেনাদের সঙ্গে পিতার হাত ধরে থানার দিকে হেটে যাওয়া বন্দি ইলইয়ানের নিষ্ঠুর এ গ্রেফতারের ভিডিও বিশ্ব বিবেককে নাড়া দেয়। উত্তাল হয়ে ওঠে অনলাইন এক্টিভিস্টরা।
জানা গেছে, ইলইয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। গত মঙ্গলবার সকালে ইলইয়ান ঘুম থেকে উঠলে তার মা তাকে জামা-কাপড় পরাচ্ছিলেন। এমন সময় একদল ইসরাইলি সেনারা জেরুজালেম নগরীর ইসাইয়া এলাকায় অবস্থিত তাদের বাড়ি থেকে ছোট্ট ইলইয়ানকে আটক করে নিয়ে যায়। তাদের দাবি, ৩ বছরের শিশু মুহাম্মাদ রবি ইলইয়ান গাড়ি লক্ষ্য করে পাথর ছুড়ে মারে। এ ঘটনায় অনেক মানবাধিকার ও মানবতাবাদী সংগঠন তাদের এ ঘৃণ্য ও আজব কান্ডের কঠোর সমালোচনা করেন। সংগঠনগুলোর মতে, ৩ বছরের শিশুকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা বড়ই হাস্যকর ও অদ্ভুত! তাকে গ্রেফতারের দৃশ্যধারণ আরও হাস্যকর পরিস্থিতির জন্ম দিয়েছে। সূত্র : রয়টার্স।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.