আগৈলঝাড়া হাসপাতালে ৭জন ডেঙ্গু রোগী শনাক্ত ডেঙ্গু হেল্প ডেস্ক খোলা হলেও নেই ডেঙ্গু পরীক্ষার সুযোগ

0
(0)

আগৈলঝাড়া হাসপাতালে ৭জন ডেঙ্গু রোগী শনাক্ত
ডেঙ্গু হেল্প ডেস্ক খোলা হলেও নেই ডেঙ্গু পরীক্ষার সুযোগ
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল
ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে বুধবার পর্যন্ত সাত জন রোগী ভর্তি হয়েছে। তাদের বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছে চিকিৎসকেরা। হাসপাতালে ডেঙ্গু হেল্প ডেস্ক খোলা হলেও নেই কোন পরীক্ষার সুযোগ।
৫০ শয্যা হাসাপতালের ভারপ্রাপ্ত ইউএইচএএফপিও ডা. বখতিয়ার আল মামুন জানান, বুধবার সকালে উপজেলার বরিয়ালী গ্রামের রুস্তুম তালুকদারের ছেলে নির্জন তালুকদার (২০), যবসেন গ্রামের শাহজালাল পাইকের ছেলে রোমান পাইক (১৩), দক্ষিণ নাঠৈ গ্রামের তোফাজ্জেল হোসেনের স্ত্রী রাবেয়া বেগম (২১) জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়। পরীক্ষায় তাদের শরীরে ডেঙ্গু রোগ ধরা পরে বলে জানান চিকিৎসক ডা. বখতিয়াল মামুন।
তাদের অবস্থা গুরুতর হওয়ায় তিন জনকেই বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন তিনি।
এর আগে বড়কোঠা গ্রামের আলমগীর বেপারীর ছেলে মামুন বেপারী (২৫) ও হাওলা গ্রামের গৌরাঙ্গ হালদারের ছেলে অজয় হালদার(১৮), দক্ষিণ গৈলা গ্রামের ইউছুব সরদারের ছেলে ইসমাইল সরদার (৮) ও আস্কর গ্রামের মনিন্দ্র অধিকারীর ছেলে হৃদয় অধিকারী (২৭) আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ডেঙ্গু জ্বর নিয়ে ভর্তি হয়। তাদের সবাইকে বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়েছিল।
ডা. বখতিয়ার আল মামুন জানান, মঙ্গলবার ডেঙ্গু হেল্প ডেক্স উদ্বোধন করার পর থেকে এলাকার প্রচুর লোকজন হেল্প লাইনে জ্বর সমস্যা নিয়ে কথা বলেছেন। তাদের প্রয়োজনীয় তথ্য সেবা প্রদান করা হয়েছে।
সূত্র মতে, উপজেলা হাসপাতালে ডেঙ্গ সনাক্ত করনের কোন পরীক্ষার সুযোগ নেই। ফলে বাইরের ডায়াগনিষ্টিক সেন্টার থেকেই রোগীদের পরীক্ষা করাতে হচ্ছে। সিভিল সার্জনের বরাত দিয়ে তিনি আরও বলেন, খুব শিঘ্রই ডেঙ্গু টেস্ট এর সুবিধায় আনা হবে হাসপাতাল।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.