Published On: Tue, Jul 30th, 2019

কাউখালীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

Share This
Tags

কাউখালীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু
হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের কাউখালীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সোহেল হাওলাদার (১৮) নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সোহেল কাউখালীর গোসনতারা গ্রামের আদম আলীর ছেলে। জানা গেছে সোমবার দুপুরে পরিবারের লোকজন গুরতর অসুস্থ অবস্থায় সোহেলকে কাউখালীর গোসনতারা বাড়ি থেকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন জানান, মারা যাওয়া সোহেল শেষ মুহুর্তে বরিশাল মেডিকেলে ভর্তি হয়। তাকে চিকিৎসা দেয়ার জন্য যথেষ্ঠ সময় পাওয়া যায়নি, সে কিছুদিন পূর্বে ঢাকা থেকে জ্বর নিয়ে বাড়িতে আসে বলে জানা যায়।

About the Author

-

%d bloggers like this: