‘ছেলে ধরা ও গলা কাট’ গুজব সচেতনতায় প্রশাসনের র্যালী ও আলোচনাসভা
ছেলে ধরা ও গলা কাট’ গুজব সচেতনতায়
প্রশাসনের র্যালী ও আলোচনাসভা
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল
‘ছেলে ধরা গলা কাট’ গুজব সম্পর্কে সচেতন বাড়াতে আগৈলঝাড়া থানা পুলিশের উদ্যোগে রবিবার বিকেলে র্যালী, সমাবেশ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
দেশে সাম্প্রতিক সময়ে ‘ছেলে ধরা, গলাকাটা’ গুজব ও ‘ডেঙ্গু’ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে থানা প্রশাসনের উদ্যোগে র্যালী, সমাবেশ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত র্যালী পরবর্তি থানা চত্তরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা কমিউিনিটি পুলিশিং সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট আবুল কাশেম সরদার, উজ্জল লাহেড়ী, সহিদুল পাইক, যুবলীগ সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল প্রমুখ নেতৃবৃন্দ। সমাবেশে এলাকার সূধীজন, শিক্ষার্থীসহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।