আগৈলঝাড়ায় একমাস পর অপহৃতা উদ্ধার অপহরনকারী গ্রেফতার

0
(0)

আগৈলঝাড়া প্রতিনিধি॥
বরিশালের আগৈলঝাড়ায় কিশোরী অপহরণের একমাস পর উদ্ধার ও অপহরনকারীকে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার কালারবাড়ি গ্রামের ফজলুল হক খানের মেয়ে মাদ্রাসা ছাত্রী কাজলী আক্তার (১৫)কে পয়সারহাট লোকাল বাসস্ট্যান্ড থেকে অপহরন করে নিয়ে যায় আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিণ বাগধা গ্রামের মোহাম্মদ আলী সরদারের ছেলে সান্টু সরদার ওরফে কালাম (৪৫)। মাদ্রাসা ছাত্রী কাজলী আক্তার আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট গ্রামে মামা বাড়িতে থেকে লেখাপড়া করত। এঘটনায় অপহৃতার পিতা ফজলুল হক খান বাদী হয়ে সান্টু সরদারসহ পাঁচ জনকে আসামী করে ৮ সেপ্টেম্বর রাতে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন, মামলা নং-৩(৮/০৯/১৭)। মামলা দায়েরের একমাস পরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কুড়িল এলাকার একটি বাড়ি থেকে শুক্রবার রাতে অপহৃতা কাজলী আক্তারকে উদ্ধার ও অপহরনকারী সান্টু সরদারকে গ্রেফতার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহিদুর রহমান সাংবাদিকদের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সান্টু সরদার অপহরনের কথা স্বীকার করেন। এছাড়া পুলিশের কাছে সান্টু সরদার ৬টি বিয়ের কথা স্বীকার করলেও তার এলাকা সূত্রে অর্ধশতাধিক বিয়ের খবর পাওয়া গেছে। অপহৃতা ও অপহরনকারীকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.