আগৈলঝাড়ায় ছেলে ধরা ও গলা কাটা গুজবের বিরুদ্ধে একযোগে সকল মসজিদে খুতবায় ইমামদের বক্তব্য প্রদান

0
(0)

আগৈলঝাড়ায় ছেলে ধরা ও গলা কাটা গুজবের বিরুদ্ধে
একযোগে সকল মসজিদে খুতবায় ইমামদের বক্তব্য প্রদান
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল
আগৈলঝাড়া থানা পুলিশের উদ্যোগে উপজেলার সকল মসজিদে একযোগে জুম্মার খুতবায় গলা কাটা ও ছেলে ধরা গুজবের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে মুসুল্লীদের উদ্যেশ্যে বয়ান দিয়েছেন স্ব-স্ব মসজিদের পেশ ইমামগন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, দেশে সম্প্রতি ছেলে ধরা ও গলা কাটা গুজবের বিরুদ্ধে পুলিশ সদর দপ্তরের নির্দেশে জনসচেতনতা বাড়াতে উপজেলার সকল মসজিদে শক্রবার জুম্মার নামাজ আদায়ের আগে মুসুল্লীদের উদ্যেশ্যে খুতবায় গুজব সম্পর্কে বয়ান দিয়েছেন স্ব-স্ব মসজিদের ইমাম সাহেবরা। উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক ও উপজেলা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. মহিবুল্লাহ তাদের বয়ানে পদ্মা সেতুর জন্য ছেলে ধরা ও গলা কাটার সাম্প্রতিক গুজব সৃষ্টিকারীদের রাস্ট্রের নৈরাজ্য সৃষ্টিকারী আখ্যায়িত করে কোন গুজবে কান না দিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলার আহবান জানান। কেন্দ্রীয় মসজিদের খুতবায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, এসআই সাহাবুদ্দিনসহ সাধারণ মুসুল্লীরা। একই ভাবে সকল মসজিদের ইমাম সাহেবরা গুজবের বিরুদ্ধে খুতবা প্রদান করেন। এসময় মসজিদগুলোতে পুলিসের সাব-ইন্সপেক্টরগন উপস্থিত ছিলেন। খুতবায় আরও বলা হয়, এলাকায় গলাকাটা বা ছেলে ধরা সন্দেহভাজন কাউকে দেখলে তাকে কোন রকম মারধর না করে তাৎক্ষনিক পুলিশে খবর দিয়ে থানায় সোপর্দ করারও আহ্বান জানান ইমামগন।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.