Published On: Wed, Jul 17th, 2019

স্বরূপকাঠিতে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

Share This
Tags

স্বরূপকাঠিতে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন
হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
”মাছ চাষে গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় পিরোজপুরের স্বরূপকাঠিতেও জাতীয় মৎস সপ্তাহ ২০১৯ শুরু হয়েছে। এ উপলক্ষে বুধবার উপজেলা মৎস অধিদপ্তরের আয়োজনে উপজেলা মৎস কর্মকর্তার অফিস কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে মৎস সপ্তাহ উপলক্ষে নির্ধারিত বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করে বক্তব্য প্রদান করেন উপজেলা মৎস কর্মকর্তা এম এম পারভেজ। স্বরূপকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলামের নেতৃত্বে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সম্মেলনে অংশ নেয়। সম্মেলনে উপজেলা মৎস কর্মকর্তা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এসময় উপজেলা সহকারি মৎস কর্মকর্তা মো. ফিরোজ আহম্মেদ ও প্রদীপ ছাড়াও মৎস অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

About the Author

-

%d bloggers like this: