মাওলানা উবায়দুল্লাহ সিন্ধি রহ ও আশরাফ আলি থানভি রহ. এর শিষ্য মাওলানা জামালুদ্দীন জামালী এখনো জীবিত আছেন !

0
(0)

মাওলানা উবায়দুল্লাহ সিন্ধি রহ ও আশরাফ আলি থানভি রহ. এর শিষ্য মাওলানা জামালুদ্দীন জামালী এখনো জীবিত আছেন !

মো:আহছান উল্লাহ:
হযরত মাওলানা উবায়দুল্লাহ সিন্ধি রহ. এর এই শিষ্য এখনো জীবিত আছেন!
নাম, মাওলানা জামালুদ্দীন জামালী। তিনি ফকিহুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলি থানভি রহ. এরও শিষ্য। বয়স ১২০।

পাকিস্তানের মিটয়ারি জেলার ছোট্ট গ্রাম ‘শের খান জামালি’-তে বসবাস করেন। এমন অতিশীপর বৃদ্ধ বয়সেও তিনি সাচ্ছন্দ্যে কুরআন, তাফসির ও হাদিসের দরস দিয়ে যাচ্ছেন।

তাঁর ৭০ বছর বয়সী ছেলেও তাঁর সঙ্গে দ্বীনি ইলম পাঠদানের অমূল্য খিদমত আঞ্জাম দিচ্ছেন।
শুধু তাই নয়; এ পর্যন্ত তিনি ৩৩ টি হজ ও ৪৩ বার উমরা সম্পন্ন করেছেন।

বিস্ময়ের বিষয় হলো, এই ১২০ বছর বয়সেও তিনি চশমা ছাড়াই অনায়াসে যেকোনো বই পড়তে পারেন। সুবহানাল্লাহ।

আল্লাহর অশেষ রহমতে এ পর্যন্ত তিনি কোনো ধরনের রোগ-বালাই ছাড়াই পূর্ণ সুস্থ রয়েছেন।
তিনি উরদু, সিন্ধি, আরবি ও ফারসি ভাষা জানেন। এ পর্যন্ত তাঁর লেখা চারটি বই আলোর মুখ দেখেছে।
মহান আল্লাহ তাঁর হায়াতে তাইয়্যেবার মাঝে আরো আরো বরকত দিন। আমিন। তথ্যগুলো পাকিস্তানের প্রখ্যাত আলেম মাওলানা যুলফিকার নকশেবন্দির পেইজ থেকে নেওয়া।

( সবুজবাংলা ডট কমের জন্য  ছবি এবং লেখা মাওলানা নাজমুল হক কাসেমীর ফেসবুক পেজ থেকে নেয়া )

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.