Published On: Thu, Oct 5th, 2017

এবার আরব বিশ্বে শাকিবের সিনেমা

Share This
Tags

আবদুল্লাহ আল নোমান বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ ও ভারতে সাড়া জাগিয়ে ৬ অক্টোবর আরব বিশ্বে বাণিজ্যিকভাবে মুক্তি পাচ্ছে শাকিবের চলচ্চিত্র ‘নবাব’। খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশি সিনেমার বিশ্ব পরিবেশক কানাডাভিত্তিক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব সপ্তক।
তিনি জানিয়েছেন, বিশ্বখ্যাত দুটি সিনেমা চেইন ভক্স ও সিটি সিনেমায় আরব আমিরাতের ভক্স দেইরা সিটি সেন্টার (দুবাই) ও ভক্স মেরিনা মল (আবুধাবী) এবং ওমানের রুই সিটি সিনেমা (মাস্কাট), সোহার সিটি সিনেমা (সোহার) সুর সিটি সিনেমা (সুর) মোট ৫টি সিনেপ্লেক্সে প্রদর্শিত হবে নবাব। এরই মধ্যে সিনেপ্লেক্সগুলোর ওয়েবসাইটে এসেছে নবাবের নাম। মধ্যপ্রাচ্যে বাণিজ্যিকভাবে এর আগে প্রেমী ও প্রেমী এবং পরবাসিনী প্রদর্শিত হলেও নবাব দিয়ে প্রথমবার আরব বিশ্বে শাকিবের সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। সেখানে এই সিনেমা ঘিরে দারুণ আগ্রহ তৈরি হয়েছে। এ খবরে দারুণ আনন্দিত শাকিব খান। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে আমাদের সিনেমা ধীরে ধীরে বাজার তৈরি করতে শুরু করেছে। আরব বিশ্বের ভাইবোনদের সালাম ও শুভেচ্ছা জানাই। আপনারা নবাব ও আমাদের সব সিনেমা উপভোগ করলে আমরা এগিয়ে যাবই। নবাব সিনেমায় আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলায় সাহসী পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। বিপরীতে আছেন কলকাতার শুভশ্রী গাঙ্গুলি। সংযুক্ত আরব আমিরাতের ছবিঘরগুলোয় হলিউড-বলিউড এমনকি ভারতের অঞ্চলভিত্তিক ছবি তামিল, তেলেগু, মালায়লাম এবং মিশরীয় ও অন্যান্য আরব ভাষাভাষী চলচ্চিত্রের প্রদর্শনী হলেও বাংলা ছায়াছবি প্রদর্শনীর কোনো উদ্যোগ এতদিন ছিল না।

About the Author

-

%d bloggers like this: