গৌরনদীতে গৃহবধুকে অপহরনের ঘটনার ৫দিন পর থানায় মামলা দায়ের

0
(0)

গৌরনদী প্রতিনিধি:
ঘটনার ৫দিন পর বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ এলাকা থেকে মারুফা আক্তার মাসুমা(২৪) নামের ১ সন্তানের জননী এক গৃহবধুকে অপহরনের অভিযোগে বুধবার রাতে গৌরনদী মডেল থানায় একটি অপহরন মামলা দায়ের করা হয়েছে। অপহৃতা গৃহবধুর পিতা শেখ মোঃ আলাউদ্দিন বাদি হয়ে ৩ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই মোঃ মোশারফ হোসেন জানান, গত ২৯ সেপ্টেম্বর বেলা আনৃমানিক ১১টার দিকে গৃহবধু মারুফা আক্তার মাসুমা তার স্বামী ফরহাদ হোসেনের বাড়ি থেকে পার্শ্ববর্তি হোসনাবাদ বাজারে আসছিল। পথিমধ্যে শাহজাহান সিকদারের বাড়ি পাশের সড়কে পৌঁছলে উপজেলার চন্দ্রহার গ্রামের আলাউদ্দিন সরদারের বখাটে পুত্র আঃ রহিম সরদারের নেতৃত্বে ৩ থেকে ৪ জন বখাটে যুবক মাসুমাকে কৌশলে অপহরন করে। এ ঘটনায় অপহৃতার পিতা শেখ মোঃ আলাউদ্দিন বাদি হয়ে বুধবার রাতে আঃ রহিম সরদার, বেলাল হোসেন ও ইউসুব খানকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আসামিদের গ্রেফতার ও অপহৃতকে উদ্ধারের জোর প্রচেষ্টা অব্যাহত আছে।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.