বৃহতী গৌরনদী ইতিহাস তৃতীয় খন্ড//কবি সিকদার রেজাউল করিম//

0
(0)

 

 


সুলতানি শাসনে বৃহতী গৌরনদী, মোঘল শাসনে বৃহতী গৌরনদী, নবাবি শাসনে বৃহতী গৌরনদী, ইংরেজ শাসনে বৃহতী গৌরনদী প্রাতিষ্ঠানিক ইতিহাস, পঞ্চায়েত প্রেসিডেন্ট ও চেয়ারম্যানদের জীবনি পারিবারিক ইতিহাস অধ্যায়।
যেকোনো বিষয়ের জন্য লেখা আহŸান।
পঞ্চায়েত প্রেসিডেন্ট ও চেয়ারম্যান পরিচিতি।

গরাণদ্বীপে আসা আদি ভিল, নাগ, নিষাদ, মাহিষ্য ও বাঙ জনগোষ্ঠীগুলো সংঘাত মিলনে এক সময় বাঙজাতির নেতৃত্বে সমাজবদ্ধ জীবনযাপন শুরু করল। সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে পাল শাসন পর্যন্ত এ সকল এলাকায় কোনো বিশেষ বংশ বা নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম আমাদের জানা নেই। তবে শুধু এটুকু বলা যায় যে, পাল শাসনের সময়ই বাংলা সাহিত্যের প্রথম কবি মীন্ নাথ কাÐপাশা নামক গ্রামে আবির্ভূত হয়েছিলেন। কবি ভুসুকুপাদ সম্পর্কে নির্দিষ্ট করে বলা না গেলেও তাঁর আত্মপরিচয়ে বাঙ্গালুবাগ কথা থাকায় মনে হয় তা বাংলাবাদ। সম্ভবত বল্লাল সেনের ঔরসজাত ও ডোমের বিধবা মেয়ে পদ্মিনীর গর্ভজাত কালু সেন পিতার নির্দেশেই (বঙ্গ+আরূঢ় অর্থাৎ সিংহাসনে আরোহণ) বাঙ্গরূঢ়ায় রাজত্ব করতেন। ১২০৩ খ্রিস্টাব্দে বক্তিয়ার খিলজীর পশ্চিম বঙ্গ বিজয়ের পর লক্ষণ সেন পূর্ব বঙ্গে চলে এসে বিক্রমপুরে রাজধানি স্থাপন করেন। এ সময়ে সেন যুবরাজগণ বৃহতী গৌরনদীর বিভিন্ন এলাকায় বসতি স্থাপন করেন এবং রাজ কবি গোবর্দ্ধণ আচার্য্যরে নামানুসারে একটি গ্রামের নাম হয় গোবর্দ্ধণ।

সুলতানি শাসনকালে হযরত শাহ্জালাল (রঃ) ৭ম সফর সঙ্গী শেখ আরিফ ইয়ামেনি (রঃ) এ এলাকায় ধর্ম প্রচারে এসে শরীফাবাদে বসতি স্থাপন করেন। এ সময়ে আরও অনেক ধর্ম প্রচারক এ এলাকায় চলে আসেন। এ সময়ে শাহ্ নহর নুহু (রঃ) গরাঙ্গল এলাকায় বসতি স্থাপন করেন। তাঁর বংশধরই কানুহাজী, যিনি ব্রিটিশ শাসনে অনেকগুলো হাওলা কিনেছিলেন। তাঁর বংশধর মহর উদ্দিন পঞ্চায়েত। এ সময়ের কিছুকাল পরে হযরত খানজাহান আলী (রঃ) দক্ষিণ বঙ্গে ইসলাম প্রচারে আসেন। মনে হয় তাঁর সফর সঙ্গী হযরত আহছান উল্লাহ্ পীর বাশাইল গ্রামে এবং হযরত কসি দেওয়ান (রঃ) বঙ্কুরায় অবস্থান করেন। সুলতানি শাসনামলে বৃহতী গৌরনদীর রাজনৈতিক ব্যক্তিত্ব ফিরোজ খাঁ সেরাল গ্রামে অবস্থান করেন। পরবর্তী সময়ে তিনি সরনিয়ামত পদে চাকরি করায় তাঁর বংশধরদের পদবি হয় সেরনিয়াবাদ। এ যুগে অমর কবি বিজয় গুপ্তের স্বর্ণাক্ষরে লিখিত “মনসা মঙ্গল” কাব্য লিখিত হয়। মোগলামলে নলচিড়ার সৈয়দ, সরিকলের সৈয়দ, হযরত দূত কুমার মল্লিক (রঃ), হযরত মীর কুতুব শাহ্, কীর্তিমান ছবি খাঁ, রাজা রাম মিশ্র, শেখ তিতাই (রঃ) মোল্লা, আরাইশাহ্, বাটাজোরের দত্ত, চাঁদসির গুহ নলচিড়ার সেন ও ভট্টাচার্য পরিবার, মেদাকুলের পোদ্দার বনাম ভূঁইয়া বার্থীর বকসি বিখ্যাত ছিল। নবাবি শাসনে মাহিলাড়ার রূপরাম সরকার, বাগধার সমাদ্দার, সেরাল ও কসবার কাজী পরিবার এবং নাঠৈর সৈয়দ পরিবারের আগমন হয়।

তাই বর্ণিত পরিবারগুলোসহ ব্রিটিশ শাসন থেকে বর্তমান পর্যন্ত এখানে উল্লেখিত পঞ্চায়েত প্রেসিডেন্ট ও চেয়ারম্যানদের জীবনী পর্যায়ক্রমে দেয়া হবে।

বার্থী ইউনিয়ন পরিষদের
পঞ্চায়েত, প্রেসিডেণ্ট ও চেয়ারম্যান পরিচিতি
১। বাবু রাজেন্দ্র নাথ ভট্টাচার্য
২। জনাব নুরুল হক চৌধুরী
৩। জনাব কাজী আঃ মাজেদ
৪। জনাব সিকদার আব্দুর রহমান
৫। জনাব সিকদার হাবিবুর রহমান
৬। জনাব শামসুল হক মিঞা (তিন বার)
৭। জনাব মোঃ আবুল হোসেন মিঞা (দুই বার)
৮। জনাব আব্দুর রাজ্জাক হাওলাদার
৯। জনাব ফকরুল আলম মিয়া (এমএ, ইংরেজী)
১০। জনাব মোঃ শাহজাহান মিঞা
১১। মোঃ ফকরুল ইসলাম
১২। মোঃ রাজ্কাক হাওলাদার।
১২। মোঃ শাহজাহান প্যাদা

খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের
পঞ্চায়েত, প্রেসিডেণ্ট ও চেয়ারম্যান পরিচিতি
১। মহার্লোকীয় বাবু রজনীকান্ত সন্যাল
২। বাবু মাধবচন্দ্র পোদ্দার
৩। জনাব মোঃ আবুল হাসেম সণ্যামত
৪। জনাব মোঃ নুরুল হক মিয়া
৫। জনাব মোঃ এসাহাক হাওলাদার (দুই বার)
৬। বাবু রাধাবল্লভ সাহা
৭। জনাব মোঃ আলাউদ্দিন মিয়া (দুই বার)
৮। জনাব আব্দুর রাজ্জাক হাওলাদার (দুই বার)
৯। জনাব নুর আলম সেরনিয়াবাদ
১০। জনাব ডাঃ মোঃ শাহজাহান (শিক্ষক)
১১। জনাব আকন সিদ্দিকুর রহমান (দুই বার)
১২। নুরআলম সেরনিয়াবাদ
চাঁদশী ইউনিয়ন পরিষদের
পঞ্চায়েত, প্রেসিডেণ্ট ও চেয়ারম্যান পরিচিতি
১। আশুতোষ ঘোষ পঞ্চায়েত
২। জনাব মোঃ মমিনউদ্দিন পঞ্চায়েত
৩। শ্রী নলিনী কুমার ডাক্তার পঞ্চায়েত
৪। জনাব দলিল উদ্দিন সরদার পঞ্চায়েত
৫। জনাব হাবিবুর রহমান ডাক্তার
৬। জনাব জহুর আলী খান প্রেসিডেণ্ট
৭। জনাব মোঃ আজিজুর রহমান সরদার
৮। জনাব মোঃ মলফত খান
৯। শ্রী বীরেন চন্দ্র দাস
১০। জনাব আলহাজ্ব আবদুর রব চোকদার
১১। জনাব মোঃ নূর আলম হাওলাদার
১২। জনাব মোঃ শাহ্ আলম হাওলাদার
১৩। জনাব হাক্কানী আলম
১৪। জনাব তাইফুর রহমান কচি (শরিফ)
১৫। বাবু কৃষ্ণ কান্ত দে

মাহিলাড়া ইউনিয়ন পরিষদের
পঞ্চায়েত, প্রেসিডেণ্ট ও চেয়ারম্যান পরিচিতি
১। জনাব মেছের আলী খান পঞ্চায়েত
২। বাবু মোহন লাল সাহা (জমিদার)
৩। জনাব হযরত মাওলানা মোঃ কাছেম (রহ)
৪। জনাব ডাঃ মোঃ কামিজ উদ্দিন রাঢ়ী
৫। জনাব মোঃ সিদ্দিকুর রহমান
৬। জনাব জয়নাল আবদীন খাঁন
৭। জনাব হারুনার রশিদ কবিরাজ
৮। জনাব শাহ্ আলম খাঁন
৯। বাবু কালীয়াদমন গুহ
১০। জনাব আনোয়ার সাদাত তোতা
১১। বাবু সৈকত গুহ পিকলু

বাটাজোর ইউনিয়ন পরিষদের
পঞ্চায়েত, প্রেসিডেণ্ট ও চেয়ারম্যান পরিচিতি
১। মহার্লোকীয় বাবু দিজেন্দ্রনাথ দত্ত
২। মরহুম মৌঃ মফিজউদ্দিন রাঢ়ী
৩। জনাব সৈয়দ নুর উদ্দিন আহমেদ নাগর মিয়া
৪। জনাব কেরামত আলী সরদার
৫। জনাব সোনামদ্দিন মিয়া
৬। জনাব মুন্সী আতাহার উদ্দিন আহম্মেদ
৭। বাবু পরিমল চন্দ্র চক্রবর্তী
৮। জনাব মাস্টার গোলাম হোসেন সিকদার
৯। জনাব আলহাজ্ব এইচ.এম. শামসুল হক
১০। জনাব আকতার হোসেন বাবুল
১১। আবদুর রব হাওলাদার

নলচিড়া ইউনিয়ন পরিষদের
পঞ্চায়েত, প্রেসিডেণ্ট ও চেয়ারম্যান পরিচিতি
১। জনাব সৈয়দ আঃ হাকিম
২। জনাব মহর উদ্দিন পঞ্চায়েত
৩। পঞ্চায়েত ফেলাই মাতুব্বার
৪। জনাব সৈয়দ আলাউদ্দিন আহমেদ মনু মিয়া (প্রেসিডেণ্ট)
৫। জনাব মফিজ উদ্দিন মৃধা
৬। জনাব মোঃ ইদ্রিস আলী মিয়া (মাতুব্বর)
৭। জনাব গোলাম মালেক মৃধা (তিন বার চেয়ারম্যান)
৮। জনাব সেকান্দার আলী মৃধা (দুই বার)
৯। জনাব জি.এম. হারুন-অর-রশিদ
১০। জনাব গোলাম হাফিজ মৃধা

শরিকল ইউনিয়ন পরিষদের
পঞ্চায়েত, প্রেসিডেণ্ট ও চেয়ারম্যান পরিচিতি
১। আকন আঃ হাকিম পঞ্চায়েত (৩ বার)
২। জনাব লুৎফর রহমান আকন কালুনায়েব
৩। জনাব মুন্সী জয়নাল আবেদীন
৪। জনাব আলাউদ্দিন মিঞা
৫। জনাব ডাঃ আঃ মন্নান আকন
৬। বাবু সুরেন্দ্রনাথ শিকদার
৭। শহীদ কমাÐার নিজামউদ্দিন আকন
৮। জনাব সুলতান আহমেদ খলিফা
৯। জনাব নুর মোহাম্মদ হাওলাদার
১০। জনাব জহিরুল হক খোকন
১১। জনাব আঃ মন্নান মৃধা
১২। জনাব জাকির হোসেন সাণ্টু
১৩। বাবু সুবাস চন্দ্র হালদার
১৪। জনাব এ.টি.এম. মঞ্জুর হোসেন মিলন (দুই বার)
১৫। মোঃ ফারুক হোসেন মোল্লা

রাজিহার ইউনিয়ন পরিষদের
পঞ্চায়েত, প্রেসিডেণ্ট ও চেয়ারম্যান পরিচিতি
১। শ্রী হরলাল মÐল
২। শ্রী হরিপদ দাস
৩। জনাব মোঃ সোনামদ্দিন মোল্লা
৪। জনাব মোঃ আঃ হাকিম শিকদার
৫। ডাঃ সুনীল চন্দ্র হালদার
৬। জনাব মোঃ আব্দুর রশিদ শিকদার
৭। শ্রী দ্বীজেন্দ্রনাথ ঘটক
৮। জনাব মোঃ হাসমত আলী হাওলাদার
৯। জনাব আফজাল হোসেন শিকদার
১০। মিঃ ফ্রান্সিস হালদার
১১। শ্রী রমেন্দ্রনাথ দাস
১২। জনাব আফজাল হোসেন শিকদার
১৩। জনাব মোঃ ইলিয়াস তালুকদার

রতœপুর ইউনিয়ন পরিষদের
পঞ্চায়েত, প্রেসিডেণ্ট ও চেয়ারম্যান পরিচিতি
১। বাবু দ্বারিকানাথ কীর্ত্তনিয়া
২। জনাব মোঃ মফছের আলী সরদার
৩। জনাব আঃ মন্নান ওরফে কালু মহাজন
৪। জনাব মোঃ ইয়াছিন আকন
৫। জনাব আঃ হক মৃধা
৬। জনাব আঃ আজিজ মোল্লা
৭। জনাব মোঃ আঃ গনি আকন
৮। জনাব আঃ মন্নান আকন
৯। জনাব মোঃ মাখন সণ্যামত
১০। জনাবা মোসাম্মৎ পেয়ারা বেগম
১১। জনাব গোলাম মোস্তফা

প্রাক্তন চেয়ারম্যান হাজী আঃ মজিদ তালুকদারের বর্ণনা অনুসারে
বাগধা ইউনিয়ন পরিষদের
পঞ্চায়েত, প্রেসিডেণ্ট ও চেয়ারম্যান পরিচিতি
১। স্বর্গীয় বাবু চন্দ্র কান্ত পঞ্চায়েত
২। জনাব সৈয়দ বখতিয়ার (পরে প্রেসিডেণ্ট)
৩। জনাব আঃ মোমিন বখতিয়ার
৪। মনিন্দ্রনাথ মধু
৫। জনাব হাজী আঃ মজিদ তালুকদার (তিন বার)
৬। কৃষ্ণকান্ত বৈরাগী
৭। জনাব আবুল কাসেম হাওলাদার
৮। মিঃ ফিলিপ্স পাÐে
৯। জনাব সিরাজুল ইসলাম
১০। জনাব ডাঃ আঃ গফুর মিয়া
১১। জনাব নিজাবুল ইসলাম হাওলাদার
১২। জনাব মোঃ শহিদুল্লাহ্ তালুকদার
১৩। জনাব মোঃ আইয়ুব আলী মিয়া
১৪। জনাব মোঃ আমিনুল ইসলাম বাবুল ভাট্টি (দুই বার)

বাকাল ইউনিয়ন পরিষদের
পঞ্চায়েত, প্রেসিডেণ্ট ও চেয়ারম্যান পরিচিতি
১। পঞ্চায়েত যাদব চন্দ্র দাস
২। শ্রী জ্ঞান শঙ্কর পাÐে
৩। বাবু রনজিৎ কুমার পাÐে
৪। শ্রী নরেন্দ্রনাথ বসু
৫। শ্রী নিরোদ চরণ হালদার (দুই বার)
৬। শ্রী যতীন্দ্রনাথ মিস্ত্রী
৭। বাবু বিপুল দাস
গৈলা ইউনিয়ন পরিষদের
পঞ্চায়েত, প্রেসিডেণ্ট ও চেয়ারম্যান পরিচিতি
১। বাবু মাখন লাল দাস গুপ্ত
২। জনাব আঃ খালেক সেরনিয়াবাদ
৩। জনাব মোঃ আফতাব উদ্দিন মুন্সী
৪। বাবু গুরুচরণ হালদার
৫। জনাব আঃ আজিজ মোল্লা
৬। জনাব মোঃ গিয়াসউদ্দিন খাঁন
৭। জনাব জাহাঙ্গীর হোসেন সেরনিয়াবাদ
৮। জনাব আঃ লতিফ মোল্লা
৯। বাবু দুলাল দাস গুপ্ত
১০। জনাব জামাল হোসেন গোমস্তা
১১। জনাব আবুল হোসেন লাল্টু (দুই বার)
১২। সোয়েব ইমতিয়াজ লিমন
১৩। মোঃ আমিনুল ইসলাম টিটু তালুকদার

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.