কমলগঞ্জে ধামালী রেল সেতুতে ঢালাই কাজে নিন্মমাণের ইট !

0
(0)

কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ার বরমচালে সেতু থেকে ঢাকাগামী আন্তনগর উপবন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যূতের ঘটনায় ৪ জন নিহতের পর সারা দেশে রেলওয়ে বিভাগ বিভিন্ন সেতু ও রেল লাইনে কাজ শুরু করেছে। তদন্ত প্রতিবেদনেও রেলপথের সমস্যার কথা উল্লেখ করা হয়েছে। সরা দেশের ন্যায় শমশেরনগর আপ আউটার সিগনাল সংলগ্ন ধামালী ছড়া রেল সেতুর নিচের ঢালাই কাজে খুবই নি¤œমাণের উট ব্যবহারের অভিযোগ উঠেছে। শনিবার সরজমিন গেলে এ চিত্র দেখা যায়।
শমশেরনগর রেলওয়ে স্টেশনের আপ আউটার সিগনাল সংলগ্ন ধামালীছড়া রেল সেতু এলাকার লোকজনের সাথে আলাপকালে জানা যায়, এ রেল সেতুর ঢালাই কাজের জন্য ইট এনে রাখা হচ্ছে। এসব ইট খুবই নি¤œমানের। হাতে তুলে নিচে ফেলে দিলে ইট ভেঙ্গে গুড়ো হচ্ছে।এব্যাপারে শমশেরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর গফুর অভিযোগ করে বলেন, বরচালে এত বড় দুর্ঘটনার পরও ঠিকাদার কিভাবে ৩ নম্বর ইট ব্যবহার করছে দেখে অবাক লাগের। তিনি বিষয়টি শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টারকে অবহিত করার পর সিলেটে কর্মরত রেলওয়ে গণপূর্ত বিভাগের উর্দ্ধতন প্রকৌশলীর সাথে কথা বলে এ অভিযোগ করেন। এসময় উর্দ্ধতন প্রকৌশলী ধামালী ছড়া রেল সেতুর ঢালাই কাজের ব্যবহৃত ইট নিয়ে কোন কথা বলতে না চাইলে মৌলভীবাজার-৪ আসনের এমপিকে অবহিত করেন।গ্রামবাসীরা বলেন, ধামালী একটি পাহাড়ি ছড়া। ভারী বৃষ্টিপাত হলে পাহাড়ি ঢলের পানি নামতে শুরু করে। তাই এ সেতু এলাকায় প্রবল ¯্রােতের সৃষ্টি হয়। এখানে ভাল মানের উট ব্যবহার করে ঢালাই না দিলে পানির ¯্রােতে আবারও ঢালাই ভেঙ্গে যাবে। ইট পরবিহনকারী জনৈক সেলিম আহমদ এ কাজের ঠিকাদার বলে পাওয়ার ট্রিলারের চালক ও শ্রমিকদের জানান। এ ঘটনার জন্য একাধিকবার সেলিম আহমদকে ফোন দেওয়ার পরও তিনি ফোন ধরেননি। তবে কুলাউড়াস্থ রেলওয়ে গণপূর্ত বিভাগের উর্দ্ধতন উপ-সহকারি প্রকৌশলী (কর্ম) জুয়েল হোসেন বলেন, অভিযোগ শুনেছি। নি¤œমাণের ইট পরবিতর্নের ব্যবস্থা নিচ্ছেন বলেও তিনি জানান।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.