পিরোজপুরে মুদি ব্যবসায়ী হালিম হত্যার ঘটনায় তিনজনকে গ্র্রেফতার করেছে র‌্যাব

0
(0)


হযরত আলী হিরু ঃ
পিরোজপুরে মুদি ব্যবসায়ী হালিম হত্যার ঘটনায় তিনজনকে গ্র্রেফতার করেছে র‌্যাব-৮। রবিবার রাতে ই-মেইল বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে র‌্যাব বরিশাল সদর দফতর। ই-মেইল বার্তায় র‌্যাব জানায়, পিরোজপুর পৌরসভার রায়েরকাঠি রাজবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ দিকে পুকুরের পূর্বপাশ থেকে হালিম হাওলাদার (৫৫) নামক এক মুদি ব্যবসায়ীর লাশ পাওয়া যায়। ওই ঘটনার সাথে জড়িত সন্দেহে সিরাজুল ইসলাম শেখ (২২), হৃদয় শেখ ওরফে দুলা (১৭) এবং মিন্টু দরানী (৩৯)কে আটক করে পিরোজপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে গোয়েন্দা নজরদারী বাড়ানো হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্যদের অল্প সময়ের মধ্যে গ্রেফতার করা হবে বলেও জানানো হয়। পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ এস.এম. জিয়াউল হক জানান, আটককৃতদের সোমবার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ বিচারক তিন দিনের আবেদন মঞ্জুর করেছেন। এর আগে ওই মামলায় বশির শেখ (৪০) নামের একজনকে আকট করা হলে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। পিরোজপুরে মুদি ব্যবসায়ী হালিম হত্যার ঘটনায় তিনজনকে গ্র্রেফতার করেছে র‌্যাব-৮। রবিবার রাতে ই-মেইল বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে র‌্যাব বরিশাল সদর দফতর। ই-মেইল বার্তায় র‌্যাব জানায়, পিরোজপুর পৌরসভার রায়েরকাঠি রাজবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ দিকে পুকুরের পূর্বপাশ থেকে হালিম হাওলাদার (৫৫) নামক এক মুদি ব্যবসায়ীর লাশ পাওয়া যায়। ওই ঘটনার সাথে জড়িত সন্দেহে সিরাজুল ইসলাম শেখ (২২), হৃদয় শেখ ওরফে দুলা (১৭) এবং মিন্টু দরানী (৩৯)কে আটক করে পিরোজপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে গোয়েন্দা নজরদারী বাড়ানো হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্যদের অল্প সময়ের মধ্যে গ্রেফতার করা হবে বলেও জানানো হয়। পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ এস.এম. জিয়াউল হক জানান, আটককৃতদের সোমবার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ বিচারক তিন দিনের আবেদন মঞ্জুর করেছেন। এর আগে ওই মামলায় বশির শেখ (৪০) নামের একজনকে আকট করা হলে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.