Published On: Mon, Jul 1st, 2019

গৌরনদীতে সিসিডিবি’র আত্মনিবেদন দিবস পালিত

Share This
Tags


স্টাফ রিপোর্টারঃ
“সিসিডিবি’র উন্নয়ন চিন্তা, অতিৎ-বর্তমান-ভবিষ্যৎ” এ মুল সুরকে সামনে রেখে গতকাল সোমবার বরিশালের গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় ও অত্যান্ত ভাবগম্ভীর পরিবেশে বে-সরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি-সিপিআরপির আত্মনিবেদন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল বিকেল ৩টায় সিসিডিবি’র গৌরনদী এরিয়া অফিসের হলরুমে সংস্থার এরিয়া ম্যানেজার ডেনিস মারান্ডির সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৌরনদী উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চক্রবর্তি, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, গৌরনদী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি ও সিসিডিবির অবসরপ্রাপ্ত প্রকল্প ব্যাবস্থাপক সুদীপ্ত অধিকারী, বে-সরকারী সংস্থা সমাজ কল্যান প্রচেষ্টা’র নির্বাহী পরিচালক সাঈদ বীন ভূইয়া পান্নু, বে-সরকারী সংস্থা এইড এর নির্বাহী পরিচালক ও উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি প্রেমানন্দ ঘরামী। সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সিসিডিবি’র কর্মসূচী কর্মকর্তা সরকার ফিলিপ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইউফ ফাষ্ট কনসান এর ম্যানেজার জন মিন্টু মন্ডল, সিসিডিবির হিসাব রক্ষন কর্মকর্তা অরুন কুমার পন্ডিত, সিসিডিবি’র কর্নফুলি ফোরামের সভানেত্রী মাধবী রানী দাস প্রমুখ।

About the Author

-

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

%d bloggers like this: