Published On: Wed, Jun 26th, 2019

গৌরনদীতে নানা আয়োজনে শিশুমেলা-২০১৯ উদযাপিত

Share This
Tags

 

গৌরনদী প্রতিনিধিঃ
বরিশাল বিভাগীয় তথ্য অফিসের আয়োজনে বর্নাঢ্য র‌্যালি, আলোচনা সভা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা, সংগীতানুষ্ঠান ও চলচিত্র প্রদর্শনীসহ নানা অনুষ্ঠানমালার মধ্যদিয়ে গতকাল বুধবার বরিশালের গৌরনদীতে শিশুমেলা-২০১৯ উদযাপিত হয়েছে।
জানাগেছে, বরিশাল বিভাগীয় তথ্য অফিসের আয়োজনে “শিশু ও নারী উন্নয়নে সচেতনতা মূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)” প্রকল্পের

 

জিওবি খাতের আওতায় গতকাল দিনভর এ শিশু মেলা-২০১৯ উদযাপন করা হয়।এ উপলক্ষে গতকাল সকাল ১০টায় গৌরনদী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালি শেষে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিন এর সভাপতিত্বে উপজেলা পরিষদের শহীদ সুকান্তবাবু মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন মুন্সী, নারী ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, গৌরনদী থানার ওসি (তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান, বরিশাল জেলা তথ্য অফিসার লেলিন বালা, গৌরনদী উপজেলা শিক্ষা অফিসার ফয়সল জামিল প্রমূখ। শেষে অতিথিবৃন্দগন ওই মিলনায়তনের ভেতরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে বসানো বাহারী সব ষ্টলগুলো ঘুরে দেখেন। মেলায় সর্বমোট ৮টি ষ্টল বসেছে।

About the Author

-

%d bloggers like this: