Published On: Sat, Jun 22nd, 2019

কমলগঞ্জে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

Share This
Tags


কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে ৩শ’ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শনিবার (২২ জুন) দুপুরে দুবাই প্রবাসী শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. জহির উদ্দিন এর অর্থায়নে এবং সুহৃদ সমাবেশের আয়োজনে পতনউষার ইউনিয়নের মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপকরণ বিতরন করা হয়। মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এসএমসি সভাপতি ও ২নং পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবুর সভাপতিত্বে ও সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক পিন্টু দেবনাথের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরী,। সমাজসেবক ও সাংবাদিক আব্দুল হান্নান চিনু, মৌলভীবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার নির্মল দাস, শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মাসুক আহমদ, মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস খান। স্বাগত বক্তব্য রাখেন সুহৃদ সমাবেশের সভাপতি শাব্বির এলাহী, বক্তব্য রাখেন সুহৃদ সমাবেশের উপদেষ্টা সমকাল প্রতিনিধি সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক শাহীন আহমদ, প্রধান শিক্ষক মোশাহীদ আলী, সিরাজুল ইসলাম, আমিনুল ইসলাম চৌধুরী, যুবনেতা আতিকুর রশীদ চৌধুরী কামরান, বিশিষ্ট ব্যবসায়ী বিল্লাল হোসেন, সমাজসেবক সাহেদ আহমদ, ওমর মাহমুদ আনসারী প্রমুখ।

অনুষ্ঠানে দুবাই প্রবাসী জহির উদ্দিন এর অর্থায়নে মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩শ’ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ছাড়াও বিদ্যালয়ে ৪টি সিলিং ফ্যান প্রদান করা হয়েছে। এছাড়া আমন্ত্রিত অতিথিদের ক্রেস্ট ও মগ প্রদান করা হয়।

About the Author

-

%d bloggers like this: