রাশিয়ার সঙ্গে ক্ষেপণাস্ত্র কেনার চুক্তি বাতিল করতে ভারতকে ফের চাপ আমেরিকার

0
(0)

সবুজবাংলা আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার সঙ্গে ক্ষেপণাস্ত্র কেনার চুক্তি বাতিল করতে ভারতকে ফের চাপ আমেরিকার মার্কিন স্বরাষ্ট্র সচিবের সফরের আগেই ভারতকে কড়া বার্তা দিল আমেরিকা। ২০১৭ সালে রাশিয়ার সঙ্গে করা এস-৪০০ ক্ষেপণাস্ত্র ক্রয়ের চুক্তি বাতিল করতে বলল আমেরিকা। চুক্তি বাতিল না করলে CAATSA অবরোধ জারি করা হবে ভারতের বিরুদ্ধে। এমনই হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প সরকার। কয়েকদিন আগে ভারতীয় পণ্যের উপর নতুন করে আমদানি শুল্ক আরোপ করেছে আমেরিকা। এতে আমেরিকায় ভারতীয় পণ্যের আমদানিকৃত পণ্যের দাম যে বেড়েছে তাতে কোনও সন্দেহ নেই। তার পরেই আমেরিকার এই পদক্ষেপ দুই দেশের সম্পর্কে অবনতি হচ্ছে তাতে কোনও সন্দেহ নেই। মার্কিন প্রশাসনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন রাশিয়ার সঙ্গে এই চুক্তি বাতিল করে বিকল্প ভাবার সময় এসেছে ভারতের। সেদিকেই মনোনিবেশ করা উচিত। ট্রাম্প প্রশাসনের আর এক আধিকারিক জািনয়েছেন আমেরিকা চায় ভারতের সঙ্গে সামরিক সম্পর্কের উন্নতি করেতে। সামরিক ক্ষেত্রে ভারতকে শক্তিশালী করতে আরও বেশি সংখ্যক এবং উন্নতমানের অস্ত্র সরবরাহ করতে আগ্রহী আমেরিকা। সেই উদ্দেশ্যেই মার্কিন স্বরাষ্ট্রসচিব মাইক পম্পেও ভারত সফরে আসছেন বলে মনে করা হচ্ছে। ভারতে এসে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একাধিক বিষয়ে আলোচনা করবেন বলে সূত্রের খবর। আর এই আলোচনায় প্রাধান্য পেতে পারে দুই দেশের সামরিক ক্ষেত্রের অত্যাধুনিক অস্ত্রের আদান প্রদান। ভারতে অত্যাধুনিক অস্ত্র সাহায্যে আরও বেশি ত‌ৎপরতা চায় আমেরিকা। সেকারণেই রাশিয়ার সঙ্গে এই চুক্তি বাতিল করার জন্য ভারতকে কড়া বার্তা দিয়েছে তারা। কারণ রাশিয়া বরাবরই সামরিক ক্ষেত্রে আমেরিকার বড় প্রতিপক্ষ। ওয়ান ইন্ডিয়া।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.