স্বরূপকাঠির সুটিয়াকাঠি ইউপি চেয়ারম্যান পদে উপ নির্বাচন হবে ইভিএমএ

0
(0)

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
নির্বাচন কমিশন কর্তক তফসিল ঘোষনা করতে না করতেই সরগরম হয়ে ওঠেছে স^রূপকাঠি উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়ন। ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাউস মিয়া তালুকদারের মৃত্যুতে চেয়ারম্যান পদটি শুন্য হয়। ওই পদে উপ নির্বাচনের জন্য তফসিল ঘোষনা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ৩০ জুন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ, বাছাই ২ জুলাই, প্রত্যাহার ৯ জুলাই, প্রতীক বরাদ্ধ ১০ জুলাই, এবং ২৫ জুলাই ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনটির মাধ্যমে এই উপজেলায় প্রথম ইভিএম মেশিনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এদিকে সম্ভাব্য প্রার্থীরা তাদের তৎপরতা শুরু করে দিয়েছেন। গণ সংযোগ, ভোটারদের সাথে কুশল বিনিময় করে দোয়া ও আর্শিবাদ কামনার পাশাপাশি দলীয় মনোনয়ন পাওয়ার আশায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা কেন্দ্রিয় ও স্থানীয় নেতৃবৃন্দের নিকট দৌড় ঝাপ শুরু করেছেন । স্থানীয় সরকারের এ নির্বাচনে আওয়ামীলীগ দলীয় নেতাকর্মীরা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে মাঠে নেমে পড়লেও বিএনপি দলীয় কোন প্রার্থীর প্রকাশ্যে কোন তৎপরতা লক্ষ্য করা যায়নি। কে কে হচ্ছেন চেয়ারম্যান প্রার্থী এ নিয়ে চলছে গ্রামে গঞ্জে, হাটে বাজারে সর্বত্র চলছে আলোচনা । সম্ভাব্য চেয়ারম্যান পদে যাদের নাম আলোচিত হচ্ছে তারা হলেন সুটিয়াকাঠি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. ফজলুল হক খোকন, সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন অসীম, সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা প্রয়াত মো. শহীদুল্লাহ মিয়ার ছেলে মো. সাইফুল ইসলাম শাহিন, প্রয়াত চেয়ারম্যান মো. গাউস তালুকদারের ভাই আওয়ামীলীগ নেতা মো. বাদল মিয়া তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক,সাবেক ছাত্রদল সভাপতি মো. আতিকুল ইসলাম লিটু, জাতীয় পার্টি ( জেপি’র) ইউনিয়ন সাধারন সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. দলিল উদ্দিন দুলাল সিকদার। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৫২৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ২৪২ এবং মহিলা ভোটার ১০ হাজার ৭৮১ জন। এ ছাড়া উপজেলার ২ নং সোহাগদল ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য মো. হাসিবুর রহমানের মৃত্যু জনিত কারনে শুন্য পদেও ঘোষিত তফসিল অনুযায়ী একই পদ্ধতিতে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.