Published On: Fri, Jun 21st, 2019

ভানুগাছ রেলওয়ে স্টেশনে ইয়াবাসহ যুবক আটক

Share This
Tags


কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন থেকে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করছে পুলিশ। ২০জুন দুপুরে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফরিদ মিয়া, এসআই আব্দুস শহীদ, এএসআই উত্তম কৈরি, এএসআই সুশেনের নেতৃত্বে একদল পুলিশ ভানুগাছ স্টেশন থেকে ৮ পিস ইয়াবাসহ রফিকুল ইসলাম (৩৫) নামের এক যুবককে আটক করে থানায় নিয়ে আসে। আটক যুবক ফেনী থানার বারেপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে বলে জানায়। কমলগঞ্জ থানার এসআই ফরিদ মিয়া আটকের সত্যতা নিশ্চিত করেন।
কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাস ইয়াবাসহ যুবক আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ গোপন সংবাদের ভিত্তিতে ৮ পিস ইয়াবাসহ রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হচ্ছে।’

About the Author

-

%d bloggers like this: