Published On: Wed, Jun 19th, 2019

আগৈলঝাড়া বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্ধোধন

Share This
Tags

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল
আগৈলঝাড়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুনন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা বুধবার সকালে অনুষ্টিত হয়েছে।
গৈলা ইউনিয়নের ২নং দক্ষিণ শিহিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
টুর্নামেন্ট উদ্বোধন পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল হক তালুকদার, সহকারী শিক্ষা কর্মকর্তা সুনীল চন্দ্র দেবনাথ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সোহরাব হোসেন বাবুল, গৈলা ইউপি সাবেক চেয়ারম্যান দুলাল দাশ গুপ্ত। খেলায় গৈলা ইউনিয়নের ২০ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করে।
অন্যদিকে একই সময়ে রাজিহার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে রাজিহার ইউনিয়নের ২৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলা উদ্বোধন করা হয়। সেখানে খেলা উদ্বোধন করেন রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মহাদেব চন্দ্র বসু, সাবেক সভাপতি ও রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার। এসময় সংশ্লিষ্ঠ বিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

About the Author

-

%d bloggers like this: