Published On: Wed, Jun 12th, 2019

স্বরূপকাঠিতে মাদক ব্যবসায়ী গ্রেফতার

Share This
Tags

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরের স্বরূপকাঠিতে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জাহিদুল ইসলাম (৩৫) ও মো. আল আমিন বেপারী (৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে থানায় মাদক আইনে পুথক দুটি মামলা রুজু শেষে বুধবার তাদেরকে পিরোজপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে নেছারাবাদ থানার এস আই মো. মাহফুজ হাসান, এ এস আই শরিফুল ও এএসআই মিজানেরর নেতৃত্বে একদল পুলিশ সোহাগদল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জুলফিকার আলীর ছেলে জাহিদকে ৫৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। এছাড়াও একই দিনে নেছারাবাদ থানার এস আই দিলীপ কুমার ও এস আই মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার আজিজুল ইসলামের ছেলে আল আমিন বেপারীকে ৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে।

About the Author

-

%d bloggers like this: