Published On: Mon, Jun 10th, 2019

আগৈলঝাড়ায় সৎ মায়ের বিরুদ্ধে দুই মেয়েকে হত্যা চেষ্টার অভিযোগ

Share This
Tags

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল
বরিশালের আগৈলঝাড়ায় দুই মেয়েকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করে নিজের অপকর্ম ঢাকতে বিষ পানে আত্মহত্যার ব্যর্থ চেষ্টার অভিযোগ উঠেছে এক সৎ মায়েরও বিরুদ্ধে।উপজেলার কদমবাড়ি গ্রামের বিমল ওঝা অসুস্থ হয়ে পড়লে বিয়ে দেয়া তিন মেয়ে বাবাকে দেখাশুনা ও সেবা সশ্রুসার জন্য বাবার বাড়ি চলে আসে। মেয়েদের বাড়ি আসা মেনে নিতে পারেনি তাদের সৎ মা রুনা মন্ডল।রবিবার পরিবারের খাবার জন্য শাক রান্না করে দুপুরে সবাই তা খায়। রাতের খাবারের সাথে ওই শাক খেয়ে বিমলের মেয়ে লক্ষ্মী রানী ও সাথী অসুস্থ হয়ে পরে। অসুস্থ অবস্থায় তাদের দু’জনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। মেয়েদের অসুস্থ হওয়ার পর নিজের অপকর্ম ঢাকতে নিজের রান্না করা শাক খেয়ে অসুস্থ হয়ে পরে সৎ মা রুনা।হাসপাতালে ভর্তি দুই মেয়ে অভিযোগ করেন, তাদের সৎ মা রুনা মন্ডল তাদেরকে হত্যার জন্য পূর্ব পরিকল্পিতভাবে রান্না করা শাকে বিষ মিশিয়ে রাখে।স্ত্রী মারা যাওয়ার পর বিমল ওঝা দ্বিতীয় বিয়ে করেন রুনা মন্ডলকে। কিন্তু সৎ মা সংসারে আসার পর থেকেই বিমল ওঝার সংসারে অশান্তি লেগেই ছিল এবং মেয়েদের সাথেও তার ভালো সম্পর্ক ছিল না।

About the Author

-

%d bloggers like this: