Published On: Wed, Sep 27th, 2017

ডিজিটাল শিক্ষা বরিশাল বিভাগে শ্রেষ্ঠ উদ্যোক্তা আগৈলঝাড়ার জয় রায়

Share This
Tags

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
ডিজিটাল শিক্ষা ব্যবস্থাপনায় বিশেষ অবদানের জন্য বরিশালের আগৈলঝাড়া উপজেলার সাংবাদিক জয় রায়কে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত (এমপি)।
মঙ্গলবার বিকেলে তথ্যপ্রযুক্তি বিদ ও বেসিসের প্রেসিডেন্ট মোস্তফা জব্বারের সভাপতিত্বে ঢাকার ইস্কাটনে বিয়াম অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘ডিজিটাল শিক্ষা সম্মেলন-২০১৭’ তে এই সম্মাননা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিপ্তরের সচিব সোহরাব হোসাইন, ডেফোডিল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সবুর খা, কোরয়েশিয়ার ড্যানিস কোরজ্যানিক, গুগল বাংলাদেশ প্রধান, নাসা বাংলাদেশ প্রধান, ইসলামী ব্যাংক লিমিটেড এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তাহের আহমেদ, সিটিও ফোরাম প্রেসিডেন্ট তপন কান্তি সরকার, নওগা সংসদ সদস্য ইসরাফিল আলম, নওগা জেলা প্রশাসক ড. আমিনুর রহমান, ফরিদপুর জেলা প্রশাসক ওম্মে সালমা তানজিয়া প্রমূখ। আগৈলঝাড়া প্রেসক্লাবের ২০১৭ সালের কার্যকরী কমিটির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন জয় রায়। তার এই বিশেষ সম্মানা পাওয়ায় তিনি তথ্যপ্রযুক্তি বিদ ও বেসিসের প্রেসিডেন্ট মোস্তফা জব্বার সহ বিজয় নেটিজেন এর সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

About the Author

-

%d bloggers like this: