প্রথম পর্ব বিশিষ্ট দার্শনিক ও সমাজ সংস্কারক হযরত মাওলানা মুহম্মদ আযীযুর রহমান নেছারাবাদী কায়েদ ছাহেব হুজর রহ.

0
(0)

 মুহম্মাদ আহছান উল্লাহ

মহান আল্লাহ রাব্বুল আলামীন পৃথিবীতে মানুষ সৃষ্টি করে তাদেঁর হেদায়েতের জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসুল প্রেরণ করেছেন।তারাঁ মানবজাতিকে আল্লাহ প্রদত্ত্ব বিধান অনুযায়ী গোটা জীবন পরিচালনা করার আহ্বান জানিয়েছেন এবং চিরস্থায়ী সুখ ও শান্তির পথ প্রদর্শন করেছেন। সর্বশেষ রাসূল হচ্ছেন সৃষ্টির সেরা, সর্দারে আম্বিয়া, আখেরী নবী জনাব হযরত মুহাম্মদ মুস্তফা সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তারঁ ওফাতের পরে সাহাবায়ে কেরাম (রা.) রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শকে সামনে রেখে হেদায়েতের খেদমত জারী রাখেন। সহাবায়ে কেরামের ইন্তেকালের পরে মহান আল্লাহ রাব্বুল আলামীন কালে কালে পৃথিবীতে এমন কিছু মনিষীর আবির্ভাব ঘটান, যারা হন রাসূলল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লমের যোগ্য উত্তর সূরী। যাদেঁর জীবন চরিত ও আদর্শ দ্বারা মানবজাতী পায় সঠিক ও সত্য পথের দিশা। মানুষ খুজেঁ পায় এদেঁর চরিত্রে রাসূলল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লমের পবিত্র আদর্শ। সে সব মনিষীর জীবন কর্ম ও অবদান গোটা মানব জাতীর জন্য এক মহা মূল্যবান সম্পদ। এসব মনিষীরা-ই হচ্ছেন যামানার গাওস, কুতুব, মুজাদ্দিদ, পীর, বুযুর্গ, ওলী, দরবেশ ও সূফী সাধক। ইতিহাসের পাতায় তাঁরা চির স্মরনীয় হয়ে আছেন। এ মনিষীদের মধ্যেই এক মনিষী হচ্ছেন, পীরে কামেল, হাদীয়ে যামান, আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ আযীযুর রহমান নেছারাবাদী কায়েদ ছহেব হুজুর (রহ.)। হযরত কায়েদ ছাহেব হুজুর (রহ.) ছিলেন বিস্ময়কর প্রতিভার অধিকারী এক ক্ষনজন্মা ব্যক্তিত্ব। তারঁ গোটা জীবন-ই আমাদের জন্য ইসলামী জেন্দেগী গঠনের এক অনন্য পাথেয়। হুজুর কেবলা (রহ.) যেমন ছিলেন একজন কামেল মুর্শিদ, ওলী, দরবেশ, সূফী সাধক ও আধ্যাত্মিক নেতা, তেমন ছিলেন একজন ইসলামী চিন্তাবিদ, দার্শনিক, গবেষক, সাহিত্যিক, রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসাবিদ, লেখক ও সংগঠক।প্রজ্ঞায়, পা-িত্ব্,ে আধ্যাত্মিকতায়, আদর্শবাদিতায়, সততায়, নিষ্ঠায়, উদারতায়, আমলে, আখলাকে তারঁ মত একজন মহত মানুষ সত্যিই বিরল। তারঁ জীবন ও কর্মই তাঁর বাস্তব প্রমান। তথ্য সূত্র নেছারাবাদ কমপ্লেক্স ট্রাস্ট ঝালকাঠি। চলবে

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.