রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ কর্মসুচি

0
(0)

আবদুল্লাহ আল নোমান বিশেষ প্রতিনিধিঃ

গত ২০ সেপ্টেম্বর, বুধবার বিকাল ৪ ঘটিকায় ঝালকাঠিতে মায়ানমারে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে কর্মসূচী পালন করেছে বাংলাদেশ আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদ। এ উপলক্ষ্যে বুধবার বিকেলে ঝালকাঠির কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাহে কয়েক হাজার মুসল্লি সমবেত হয়। মুসল্লিদের উদ্যেশ্যে স্বাগত ভাষণ দেন আমীরুল মুছলিহীন ও আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদের সভাপতি মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী। এসময় মায়ানমারে নির্যাতিত রোহিঙ্গাদের সাহায্য ও মঙ্গল কামনায় দোয়া-মোনাজাত করা হয়। পরে নেছারাবাদী হুজুরের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের ফায়ার সার্ভিস মোড়, পোস্ট অফিসের সামনে, সাধনার মোড়, ডাক্তারপট্টি ও কাপুড়িয়া পট্টি পর্যন্ত মানববন্ধনের বিস্তৃতি ঘটে। এসময় আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদের জেলা সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোঃ শাহআলম, সদর উপজেলা সভাপতি ও চেয়ারম্যান সুলতান হোসেন খান, রাজনৈতিক, সামাজিক, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রসহ বিভিন্ন স্তরের মুসল্লিরা অংশ গ্রহণ করেন।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.