স্বরূপকাঠিতে বাস মোটরবাইক অটোরিক্সা চালকদের প্রশিক্ষণ

0
(0)

হযরত আলী হিরু,পিরোজপুর প্রতিনিধি ॥

পিরোজপুরের স্বরূপকাঠিতে উপজেলা পরিষদ উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন রুটে ভাড়ায় চালিত মোটরবাইক, অটোরিক্সা এবং বাস চালকদের ট্রাফিক রূলস বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়ন থেকে মোট ১৪০ জন চালক অংশগ্রহণ করে। নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান ওই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় বক্তব্য রাখেন  উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইব্রাহীম খলিল, ইউডিএফ মোহাম্মদ মিজানুর রহমান এবং এস আই সঞ্জীব কুমার পাহলান মুখ্য প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণের মাধ্যমে চালকগণ মোটরযান আইন পালনের প্রয়োজনীয়তা, প্রচলিত আইন ও প্রতিবিধান সম্পর্কে ধারণা এবং তাদের করণীয় সম্পর্কে জ্ঞান দেয়া হয়। প্রশিক্ষণে চালকগণ ট্রাফিক রূলস মেনে চলা, ড্র্রাইভিং লাইসেন্স সংগ্রহ করা এবং মাদকদ্রব্য পরিবহণ না করা সম্পর্কে অঙ্গিকার ব্যক্ত করেন।

 

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.