Published On: Tue, Sep 19th, 2017

মঠবাড়িয়া কেএম লতিফ ইনস্টিটিউশন জাতীয় করণের দাবীতে লাগাতার আন্দোলনের কর্মসূচী

Share This
Tags

হযরত আলী হিরু,পিরোজপুর প্রতিনিধি ॥
দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কেএম লতিফ ইনস্টিটিউশন জাতীয় করণের দাবীতে লাগাতার আন্দোলনের হুশিয়ারী দিলেন প্রাক্তন শিক্ষাথীরা। রোববার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তবে একথা জানান শিক্ষার্থীরা। প্রাক্তন ছাত্র প্রভাষক জুলহাস শাহীন লিখিত বক্তব্যে বলেন, মঠবাড়িয়া উপজেলা সদরের প্রাণ কেন্দ্রে ১৫.৮৪ একর জমির উপর ১৯২৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৪৬ সালে এটি কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্থায়ী স্বীকৃতি লাভ করে। বিদ্যালয়টি ইতিমধ্যে মডেল প্রকল্পভুক্ত হয়েছে। বর্তমান সরকারের জাতীয়করণের নীতিমালার আওতায় প্রতিষ্ঠানটি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে একাধিক প্রস্তাবনা সরকারের কাছে পৌঁছেছে। জাতীয়করণের জন্য সকল নিয়মনীতি থাকা সত্তেও প্রতিষ্ঠানটি অদ্যাবধি জাতীয়করণ করা হয়নি। যতদিন এ প্রতিষ্ঠানটি জাতীয় করণ করা না হবে ততদিন লাগাতার আন্দোলন কর্মসূচী চালিয়ে যাওয়া হবে। বক্তব্যে প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিষ্ঠানটি জাতীয়করণের দাবী জানানো হয়। এসময় প্রাক্তন ছাত্র মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে কেএম লতিফ ইনস্টিটিউশনের অর্ধশত প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

About the Author

-

%d bloggers like this: